চাঁদপুরে আধুনিক নৌ-বন্দর নির্মাণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক প্রদান করা হয়েছে। এ সময় ৭৪ জন ব্যবসায়ীকে ক্ষতিপূরণ হিসেবে ৯০ লাখ ২৯ হাজার ৯১৯ টাকার চেক প্রদান করা হয়। বুধবার দুপুরে শহরে বাগাদী রোডে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ এস্টেট রেস্ট হাউজে ক্ষতিগ্রস্তদের হাতে এসব চেক তুলে দেন প্রধান অতিথি যুগ্ম সচিব ও বিআইডবি্লউটিএর সদস্য (প্রকৌশলী) ড. একেএম আজাদুর রহমান।
অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও আধুনিক নৌ-বন্দর নির্মাণ কাজের প্রকল্প পরিচালক মোঃ আইয়ুব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত। নৌ-বন্দর নির্মাণ কাজের প্রকল্প পরিচালক মো: আইয়ুব আলী জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চেক প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে বর্তমান স্থান ত্যাগ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শানজিদা শাহনাজ, প্রেসক্লাব সভাপতি এএইচএম.আহসান উল্যাহ, পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, কাউন্সিলর মোঃ সফিকুল ইসলাম।
বিশ্ব ব্যাংকের সহায়তায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন "বাংলাদেশ আঞ্চলিক নৌ-পরিবহন প্রকল্প-১" শীর্ষক প্রকল্পের অধীনে চাঁদপুরে আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণ কাজ খুব শীঘ্রই শুরু হবে। সেলক্ষ্যে নির্মাণ কাজ শুরুর পূর্বেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এই অর্থ দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ