লক্ষ্মীপুরে ২ লাখ ৯৬ হাজার ৬৩৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার বিকেলে জেলা সিভিল সার্জন আহাম্মদ কবীর নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন। রবিবার জেলার ১৪৮০টি কেন্দ্রে একযোগে এ কর্মসূচি শুরু হবে।
সম্মেলনে জানানো হয়, বছরে দু'বার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করা হয়। এবার জেলার ২ লাখ ৯৬ হাজার ৬৩৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১৪৮০ কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৩৩ হাজার ৬৮৫ শিশুকে নীল ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৬২ হাজার ৯৫১ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ১ লাখ ১২ হাজার, লক্ষ্মীপুর পৌরসভায় ১৭ হাজার ৩০৩, রায়পুরে ৪৪ হাজার ৩০২, রামগঞ্জে ৪৫ হাজার ১০১, রামগতিতে ৪১ হাজার ২৮৩ ও কমলনগরে ৩৬ হাজার ৬৪৭ শিশু এ প্লাস ক্যাপসুল পাবে।
ক্যাপসুল খাওয়ানোর কাজে ২২২ জন স্বাস্থ্য সহকারী, ২১৬ জন এফ ডবি্লউ এ সদস্য, ১৮০ জন সিএইচসিপি সদস্য, ২৯৬০ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। এছাড়া ১৮৪ জন সুপারভাইজার এ ক্যাম্পইনের দায়িত্বে থাকবেন।
বিডি প্রতিদিন/এএ