ময়মনসিংহের ফুলপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। বুধবার সকাল ৯টায় এ উপলক্ষে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের গোয়াডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ১১টায় একই বিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনে অংশ নিয়েছিল বিদ্যালয়ের শিক্ষার্থী ছোঁয়া, মাওয়া, নিশি, সজনী, সোহানা ও দিশা। পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপসচিব ও পরিচালক দিলরুবা আহমেদ। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপসচিব সেরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্যাহ আল বাকী, এটিও মাহমুদুল হাসান সুমন, গোয়াডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাফিজা আজমিরী, দাতা সদস্য মো. জামাল উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ