পটুয়াখালীর দুমকিতে নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে মো. জামাল হোসেন (৩০) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার ২নং লেবুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিকদার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২নং লেবুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাফেজ সিকদারের ছেলে মো. জামাল হোসেন তাদের নির্মাণাধীন ভবনের দেয়ালে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মটর সংযোগ দিতে যান। এটা করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ির লোকজন গুরুতর আহত ও সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাশার বলেন, লোকমুখে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবরটি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল