রংপুরের গঙ্গাচড়ায় শ্যালিকাকে অপহরণের মামলায় এক সন্তানের জনক দুলাভাই শাহিন মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রংপুর মহানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহিন গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর এলাকার ফজলুল হকের ছেলে।
অভিযোগ ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুই বছর আগে উপজেলার আলমবিদিত ইউনিয়নের পাইকান চওরাপাড়া এলাকার মিঠু মিয়ার বড় মেয়েকে বিয়ে করেন শাহিন। তাদের এক কন্যা সন্তান রয়েছে। বিভিন্ন সময়ে শ্বশুরবাড়ি যাওয়া-আসায় শাহিনের নজর পড়ে তার নাবালিকা শ্যালিকার ওপর। এক পর্যায়ে শাহিন বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে প্রেমের প্রস্তাব দেন। এতে সাড়া না পেয়ে গত ১০ জুন বিকেলে স্কুল থেকে ফেরার সময় শাহিন তার শ্যালিকাকে তুলে নিয়ে যায়। ঘটনার পর শাহিনের শ্বশুর থানায় অপহরণের অভিযোগ করেন। মঙ্গলবার রাতে পুলিশ রংপুর মহানগর এলাকা থেকে শাহিনকে গ্রেফতারসহ নাবালিকা শ্যালিকাকে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন জানান, শাহিনকে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ