প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে লক্ষ্মীপুরে শান্তি সমাবেশ করেছে যুবলীগ। বুধবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের এন আহম্মদিয়া সরকারি বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। সদর উপজেলা ও লক্ষ্মীপুর পৌর যুবলীগের ব্যানারে বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেয়।
সদর (পশ্চিম) উপজেলা যুবলীগের আহবায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন।
সদর (পূর্ব) উপজেলা যুবলীগের আহবায়ক আমির হোসেন ও পশ্চিম উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহবুবুল হক মাহবুবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর পাটওয়ারী, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল জব্বার লাভলু ও সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে দেশে উন্নয়ন হয়েছে। এ উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুবলীগ দেশব্যাপী কাজ করে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ। বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে যুবলীগ সবসময় মাঠে রয়েছে।
বিডি প্রতিদিন/এএম