১ জুলাই, ২০২৩ ১৯:১৬

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে সহায়তা প্রদান

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে সহায়তা প্রদান

ফরিদপুরে ভাঙ্গায় এ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত ৭ জনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম। শনিবার বোয়ালমারীর মাইটকুড়া ও ফেলান নগর গ্রামে নিহত সদস্যদের বাড়িতে যান তিনি। এ সময় তিনি নিহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। একই সাথে কাজী সিরাজুল ইসলাম নিহত পরিবারের সদস্যদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় কাজী সিরাজুল ইসলাম নিহত দুটি পরিবারের ৭ সদস্যের স্বজনদের মাঝে ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য মোঃ আসাদুল করিম, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের আহবায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার প্রমুখ।

গত ২৪ জুন ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ এ্যাম্বুলেন্সে থাকা ৭ জন নিহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় এ্যাম্বুলেন্সের চালকও মারা যায়। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর