১৩ জুলাই, ২০২৩ ১৭:০৫

খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

দিনাজপুর প্রতিনিধি:

খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

বাড়ির উঠানে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনাজপুরের নবাবগঞ্জে জুনায়েদ আহমেদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউপির গিলাঝুকি লালঘাট গ্রামে এ ঘটনা ঘটে। জুনায়েদ আহমেদ নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউপির গিলাঝুকি লালঘাট গ্রামের মো. জিয়ারুল ইসলামের ছেলে। 

স্থানীয়রা ও তার পরিবার জানায়, বুধবার বিকেলে শিশু জুনায়েদকে নিয়ে তার মা পাশের বাসায় ঘুরতে যান। এর কিছুক্ষণ পর ওই বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে উঠানে খেলতে গিয়ে মাল্টিপ্লাগ থেকে বিদ্যুতায়িত হয় জুনায়েদ। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন জুনায়েদকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্তে অপমৃত্যু বলে ধারণা করা হচ্ছে। 


বিডি প্রতিদিন/এএম 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর