২০ জুলাই, ২০২৩ ১৮:৪৩

আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবলীগ নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবলীগ নেতার মৃত্যু

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফিশারিতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে মো. মেহেদী হাসান রনি (৩২) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান রনি নূরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মেহেদী হাসান রনি তার নিজ ফিশারিতে ইলেক্ট্রিশিয়ানকে নিয়ে কাজ করছিল। ফিশারির মাঝখানে লাগানো বাল্বে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে পানিতে পড়ে যায় রনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট মেহেদী হাসান রনিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর