নাটোরের নলডাঙ্গায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে আজাদ মন্ডল (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার পূর্ব মাধনগর (মৃধাপাড়া) থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আজাদ মন্ডল একই এলাকার মৃত ছাবের মন্ডলের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গত ১০ জুলাই বিকেলে উপজেলার পূর্ব মাধনগর (মৃধাপাড়া) এলাকার ১২ বছর বয়সী ওই প্রতিবন্ধী শিশু স্কুল থেকে ফিরে অভিযুক্ত আজাদ মন্ডলের বাড়িতে আজাদের নাতনির সাথে খেলতে যায়। সেখানে আজাদ কৌশলে ওই শিশুকে তার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং এই কথা কাউকে না বলার জন্য ভয় দেখায়। এই ঘটনার পর শিশুটি মন খারাপ করে থাকে।
শিশুটির মা তাকে ওই বাড়িতে আবারো খেলতে যাওয়ার কথা বললে শিশুটি তখন ঘটনাটি তার মা এবং দাদিকে খুলে বলে।
বিডি প্রতিদিন/এএম