জয়পুরহাটে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানের চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন জানান, জয়পুরহাট পৌর শহরের আবুল কাশেম ময়দান এলাকায় একটি ভাড়া বাসায় কে লিংক ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের চিকিৎসক প্রণব কুমার দাস বিজয় অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুত এবং বিক্রি করছে এমন অভিযোগ আমরা পাচ্ছিলাম। অভিযান পরিচালনা করে সে বিষয়টি আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এ অভিযোগে প্রতিষ্ঠানের চিকিৎসককে জরিমানা ও করা হয়েছে।
তিনি আরও জানান, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অপরাধ করে কেউ পার পাবে না। তাকে আইনের আওতায় আসতে হবে। সাধারণ মানুষকে আরও সচেতন থাকার জন্য আহ্বান জানান তিনি। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মোকসেদুল আমিন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম