রংপুরে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা মানসম্মত করার বিষয়ে মতবিনিময় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন অবকাঠামো উন্নয়ন বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার আরডিআরএস এর বেগম রোকেয়া মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।
ফরিদ আহাম্মদ বলেন, ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি উপজেলায় ৬৭ জন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলীর তালিকা করা হয়েছে। তাদের দেয়া হয়েছে সতর্ক বার্তা। শিক্ষার্থীদের নতুন স্কুল ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেলে স্থানীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে কর্মশালায় অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী এনামুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মীর আব্দুস সহিদ, বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মুজাহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ বিভাগের আট জেলা ও ৫৮ উপজেলার শিক্ষা কর্মকর্তা ও প্রকৌশলীরা কর্মশালায় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম