কক্সবাজারের টেকনাফের বরইতলী এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক রোহিঙ্গা আটক করা হয়েছে। আটক রোহিঙ্গা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালি ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের,এফসিএন নং- ২৯১৫৯০, ব্লক-৬৬, শেড এর বাসিন্দা মোঃ জামালের ছেলে মোঃ রিয়াজ (২১)।
টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, রবিবার সাড়ে ১২টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ টেকনাফ উপজেলা শহর থেকে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে মাছের ট্রাকে করে ইয়াবার একটি চালান উখিয়া উপজেলাস্থ বালুখালী পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং টেকনাফ বিওপির দুটি চোরাচালান প্রতিরোধ টহলদল কর্তৃক টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৭ হতে আনুমানিক ৩০০ গজ পশ্চিম দিকে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের বড়ইতলী ভিউ পয়েন্ট নামক স্থানে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশী কার্যক্রম শুরু করে। টেকনাফ থেকে কক্সবাজারগামী সন্দেহভাজন একটি মাছের ট্রাক অস্থায়ী চেকপোস্টে আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত মাছের ট্রাকে আরোহিত ২০-২৫ জন জেলেকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করা হলে তাদের মধ্যে পূর্ব হতেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ী সন্দেহভাজন একজন জেলের স্বীকারোক্তিতে তার মাছের বালতির ভিতরে মাছের নিচে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আটককৃত আসামির নিকট হতে ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়। উল্লেখ্য, উক্ত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ মৎস্য ব্যবসার আঁড়ালে টেকনাফ থেকে কক্সবাজারে ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছে।
বিডি প্রতিদিন/এএ