ময়মনসিংহের ফুলপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা রাখার দায়ে ৩টি মামলায় ১০ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ওই জরিমানা করা হয়।
জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় কল্লোলের নেতৃত্বে ফুলপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে ফুলপুর সরকারি কলেজ রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সড়ক পরিবহণ আইন- ২০১৮ মোতাবেক মহাসড়কের পার্শ্ববর্তী এলাকায় অবৈধ স্থাপনা রাখার দায়ে ৩টি মামলায় মোট ১০ হাজার ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় তার সাথে ফুলপুর থানা পুলিশ, অফিস সহায়ক নাজমুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ