কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে রেলওয়ের অবসরপ্রাপ্ত এক কর্মচারীর মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাওটি রেলওয়ে স্টেশন সংলগ্ন আমদুয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মফিজুর রহমান (৭০)। তিনি উপজেলার আজগরা ইউনিয়নের আমদুয়ার দক্ষিণ বাড়ির মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি রেলওয়ের সাবেক কি-ম্যান হিসেবে কর্মরত ছিলেন।
লাকসাম রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির এস.আই আনোয়ার হোসেন জানান, মফিজুর রহমান নাওটি রেলওয়ে স্টেশন আমদুয়ার এলাকায় রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। কি-ম্যান হিসেবে রেলওয়ের চাকরিতে থাকাকালীন তিনি স্ট্রোক করে মানসিক ভারসাম্য হারিয়ে নিজ বাড়িতে থাকতেন।
এস.আই আনোয়ার আরও জানান, ট্রেনে কাটা পড়া ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম