মেহেরপুরে ডেঙ্গু প্রতিরোধে ১ হাজার মশারি বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির উদ্দ্যোগে এ মশারি বিতরণ করা হয়।
এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, শুধ বাংলাদেশেই নয়, এশিয়া ও আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। এ বছর বৃষ্টি শুরু হয়েছে দেরিতে। যে কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। মশার কামড় থেকে ডেঙ্গু রোগ হয়। তাই মশার কামড় থেকে যাতে আমরা বাঁচতে পারি সে জন্য মশারি ব্যবহার করতে হবে। সবাইকে সচেতন হতে হবে।
বিডি প্রতিদিন/এএম