টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ১২ ঘণ্টা পর আলমিনা আক্তার (১৬) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার ছোট চওনা (হাজীর পল্টন পাড়) এলাকার এক মুরগির খামারের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মো. আলহাজ মিয়ার মেয়ে।
উদ্ধার করা কিশোরীর দাদা আব্দুল আজিজ বলেন, রবিবার সকাল থেকে আলমিনাকে ঘরে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। হারানোর ১২ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হলো। এটি মৃত্যু না হত্যা। আমি এই হত্যার বিচার চাই। পুলিশ তদন্ত করে দেখুক এটি হত্যা নাকি মৃত্যু।
সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, রাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সোমবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। এ নিয়ে সখীপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল