ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একটি মসজিদের উন্নয়ন কাজের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টায় উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ফুলতলা গ্রামে ফুলতলা জামে মসজিদ কমিটির হাতে চেক তুলে দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলামের বিশেষ বরাদ্দ থেকে এই চেক দেয়া হয়।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন, প্রাপ্তি ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা বিষয়ক উঠান বৈঠকে মেট্রোরেল, উড়ালসড়ক, পদ্মাসেতুসহ সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজন। একইসঙ্গে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের নৌকার পক্ষে ভোট চেয়েছেন।
এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ