জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে হাওরাঞ্চল নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বটতলী বানিহারী ইউনিয়নের ঝিমটি বাজারে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বেসরকারি সংস্থা আশার উদ্যোগে ইউনিয়ন ব্রাঞ্চ অফিসের আয়োজনে সোমবার দিনব্যাপী বিভিন্ন গ্রামের কয়েকশ নারী-পুরুষকে শারীরিক অসুস্থতাজনিত বিভিন্ন চিকিৎসা সেবা প্রদানসহ ডায়াবেটিস পরীক্ষা করানো হয়। এতে খুশি গ্রামের মানুষ।
সংস্থার চিকিৎসক ডাক্তার মোস্তাাফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম এই চিকিৎসা দেয়। এর আগে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সাবেক ইউপি সদস্য আব্দুল কাদিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিমটি বাজার সমিতির সভাপতি মো. দুলাল মিয়ার পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি সদস্য সংশ্লিষ্ট ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. সাইদুল ইসলাম, সংরক্ষিত আসনের সদস্য লাকি আক্তার, ইউপি সদস্য জুয়েল মিয়া, আশার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো মাহমুদুল হাসান খানসহ প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল