মেহেরপুরের গাংনীতে বিষপানে উর্মিলা খাতুন (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে শ্বশুর বাড়িতে বিষপানে আত্মহত্যা করে। উর্মিলা মারা যাবার সাথে সাথে তার স্বামীর পরিবারের লোকজন ঘরে তালাবদ্ধ করে সবাই পালিয়ে গিয়েছে। উর্মিলা খাতুন গাংনী উপজেলা রামদেবপুর গ্রামের প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী।
উর্মিলার পিতা তেঁতুলবাড়িয়া গ্রামের রেজাউল ইসলাম বলেন, উর্মিলার ২ বছর আগে বিয়ে হয় স্বামী বিদেশ যাওয়ার পর থেকে তার শ্বশুর শাশুড়ি তাকে নির্যাতন করে আসছে। এই নির্যাতন সহ্য করতে না পেরে আমার মেয়ে আত্মহত্যার করেছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, উর্মিলার বাবা একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এএ