সুনামগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে উন্নয়ন সংস্থা আশা শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করে।
এ সময় বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের ব্যবস্থাপত্র প্রদান, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ পরিমাপ করা হয়।
এতে উপস্থিত ছিলেন আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানাজার পূর্নেন্দু গোস্বামী, গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামসুল হক সরকার, আঞ্চলিক ম্যানেজার হরেন্দ্র চন্দ্র পাল, শাখা ব্যবস্থাপক জিয়াউল হক, হেলথ সেন্টার ইনচার্জ সাদিয়া সুলতানা প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ