বরিশাল জেলা প্রশাসন পরিচালিত কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে স্কুল এন্ড কলেজের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে পরীক্ষার্থীদের আগামী এক মাসের জন্য মোবাইল, ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ দেন অতিথিরা।
উপাধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য্যের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ, সহকারী কমিশনার মো. জাবেদ হোসেন চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী।
সংর্বধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য্য আসন্ন পরীক্ষায় আশাতীত ভালো ফলাফলের জন্য আগামী ১ মাস মোবাইল-ফেসবুক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ দেন পরীক্ষার্থীদের।
জেলা প্রশাসক শহিদুল ইসলাম তার বক্তব্যে শিক্ষার্থীদের একজন সু-নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। মেধা শক্তির জোরে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে ভালো করে পড়াশোনার বিকল্প নেই বলে শিক্ষার্থীদের উৎসাহ দেন তিনি।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করেন জেলা প্রশাসক।
পরে পরীক্ষার্থীদের সফলতা কামনা এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
আগামী ১৭ আগস্ট এবারের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এবার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে ৯৮ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে এই স্কুলের শতভাগ শিক্ষার্থী পাশ করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন