নাটোরের সিংড়ায় জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় চামারী ইউনিয়নের আশা বিলদহর স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। প্রায় শতাধিক মানুষ স্বাস্থ্য সেবা গ্রহণ করেন এবং ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
ডিস্ট্রিক্ট ম্যানেজার আনারুল কাদিরের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা।
উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার মো. মাসুদ, মহিষমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. আলিম, শাখা ম্যানেজার মো. দেলোয়ার, চিকিৎসক ডা. সাব্বির আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই