বগুড়ায় একই ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের দুই গ্রুপের নেতাকর্মীরা। সোমবার সকালে বগুড়া জজকোর্ট এলাকায় পৃথকভাবে শোক র্যালি ও আলোচনা সভা করেন তারা।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি অ্যাভোকেট আব্দুল মতিন পিপি’র নেতৃত্বে এদিন সকালে একটি শোক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জজকোর্টের সামনে আলোচনা সভা করা হয়।
সংগঠনের জেলার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নরেশ মুখার্জীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন পিপি, আমান উল্লাহ, গোলাম রব্বানী খান রোমান, আশেকুর রহমান সুজন, জাকির হোসেন নবাব, বিনয় কুমার দাশ বিশু, নাছিমুল করিম হলি, আনোয়ার হোসেন পায়েল, শাহ মো. ওয়ালেদ, আশরাফুন্নাহার স্বপ্না, লাইজিন আরা লিনা, হাবিব হাসান মামুন ও রাজু মন্ডল।
অপরদিকে একই ব্যানারে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি উপপরিষদের সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম মন্টুর নেতৃত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালি ও আলোচনা সভা করা হয়।
শোক র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে আলোচনা সভা করে। এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট হেলালুর রহমান, মন্তেজার রহমান মন্টু, শাহাদৎ হোসেন, রফিকুল ইসলাম, খায়রুল বাশার, ওয়াজেদুর রহমান, আব্দুল কাদের মজনু, স্বপন কুমার সাহা, জাহাঙ্গীর, পিযুষ কুমার রায়, শান্তনা, আল মামুন, শিল্পি, শুভ্র কুমার প্রামানিক, পরেশ চন্দ্র মোহন্ত, এনামুল, শাপলা, মাসুদ ও নয়ন প্রমুখ।
এদিকে আইনজীবীদের মুখোমুখি কর্মসূচিতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছিল।
বিডি প্রতিদিন/এমআই