জয়পুরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ভাদসা ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শহীদ ইকবাল সদু, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মিঠু, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান রকি, ভাদসা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান বুলু প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/এমআই