ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে দিনাজপুরে মাঠে নেমেছে ছাত্রলীগ। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এর দিকনির্দেশনায় দিনাজপুর শহরের বিভিন্ন সড়কে জনসচেতনতামূলক এই লিফলেট বিতরণ করেন তারা।
বৃহস্পতিবার সকালে দিনাজপুর সদর হাসপাতাল মোড় এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. এ.এইচ.এম বোরহান উল ইসলাম।
লিফলেট বিতরণকালে সিভিল সার্জন ডা. এ.এইচ.এম বোরহান উল ইসলাম ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সচেতনতার শক্ত প্রাচীর গড়ে তোলার আহবান জানান।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা রক্তিম চৌধুরী, দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা উমর ফারুক বাহাদুরসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ