বরগুনায় জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে সাত দিনব্যাপী বৃক্ষ মেলা আজ আনুষ্ঠানিকভাবে শেষ হলেও চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত।
মঙ্গলবার বৃক্ষ মেলার আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল নুর। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফয়সাল আহমেদ।
আলোচনায় অংশ নেন আ. হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর, সার্কেল) বরগুনা, তারিকুল ইসলাম, সহকারী বন সংরক্ষক, বরগুনা, নার্সারী মালিক, মো. গোলাম ছগির। আনুষ্ঠানিকভাবে বৃক্ষ মেলা শেষ হলেও অনানুষ্ঠানিকভাবে শহীদ মিনার চত্বরে এই মেলা চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সাতদিনের বৃক্ষ মেলায় বিভিন্ন জাতের প্রায় ১৭ লাখ চারা বিক্রি হয়েছে। যার বাজার মূল্য প্রায় ২৮ লাখ টাকা। স্থানীয় বিভিন্ন বয়সীদের মধ্য গাছের চারা ক্রয়ের উৎসাহ দেখে অনানুষ্ঠানিকভাবে মেলার সময়সীমা আরও ৭ দিন বাড়ানো হয়েছে বলে জানান বরগুনা সদর বীট কর্মকর্তা মতিয়ার রহমান।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মানুষের মধ্য বৃক্ষ রোপণের আগ্রহ বেড়েছে। আগামী সাতদিনে আরও কয়েক লাখ চারা বিক্রি হবে বলে আশা করেন তিনি।
সমাপনী অনুষ্ঠানে বৃক্ষ মেলার শ্রেষ্ঠ তিনটি স্টলকে পুরস্কৃত করাসহ অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এমআই