নরসিংদীর পলাশে মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহসহ হাসপাতালের অনিয়মের অভিযোগে একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অনিয়মের সত্যতা পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার বিকেলে পলাশের চরসিন্দুর ইউনিয়নের বালিয়া মোড়ে অবস্থিত আনু মিজান ম্যানেজড কেয়ার হসপিটাল সিস্টেম নামে এ হাসপাতালে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানিয়েছেন, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার, ত্রুটিপূর্ণ অপারেশন থিয়েটারসহ অনভিজ্ঞ নার্স দিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। যা সেবা গ্রহীতাদের জীবন ও নিরাপত্তা বিপন্নকারী কার্যক্রমের আওতায় পড়ে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে এসব অনিয়মের সত্যতা পাওয়া যায়।
তিনি আরও জানান, একটি হাসপাতাল নিয়মের মধ্যে চলতে হয়। কিন্তু এই হাসপাতালে ডিপ্লোমাকৃত ওটি সিস্টার নেই, এক্স-রে করার দক্ষ টেকনিশিয়ান নেই, মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ করা হয়, অটোক্লেভ মেশিন নষ্ট, গ্যাসের চুলা দিয়ে অস্ত্রোপচারের জিনিসপত্র জীবাণুমুক্ত করা হয়, দায়িত্বপ্রাপ্ত ডাক্তারদের নামের তালিকা পাওয়া যায়নি, হাসপাতালের হাজিরা খাতায় সিস্টারদের কোনো হাজিরা পাওয়া যায়নি এবং কোন ডাক্তার সিজার করেন তারও কোনো তথ্য পাওয়া যায়নি। এসব অপরাধের দায়ে হাসপাতালটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পলাশ উপজেলায় এই ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোহাম্মদ আমিরুল হক শামীম, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুন খানসহ পলাশ থানা পুলিশের একটি টিম।
বিডি প্রতিদিন/এমআই