লালমনিরহাটের কালীগঞ্জে মাদক, জুয়া ও সামাজিক অপরাধ দমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে কালীগঞ্জের গোড়ল ইউনিয়ন পরিষদ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। মাদক নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা ও সচেতন মহলের করণীয় বিষয় আলোচনার পাশাপাশি মাদকের ভয়াবহতা তুলে ধরে উপস্থিত জনসাধারণকে সচেতন করতে সভায় আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাটের পুলিশ সুপার জানান, মাদক নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এসময় মাদক, জুয়াসহ অন্যান্য সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাজকে আরো বেগবান ও সহজ করতে স্থানীয় সুশীল সমাজ ও সচেতন জনগণের সহযোগীতা কামনা করেন তিনি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাটের সিনিয়র সহকারী পুলিশ সুপার(বি-সার্কেল) ইমরুল কায়েস, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চলবলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বুড়ীরহাট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শহিদুর রহমান, গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরল আমিন প্রমুখ।
এসময় গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ রানা (এসআই), বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের প্রায় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম