মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান শিকদার রিগ্যানের বিরুদ্ধে সশস্ত্র সন্ত্রাসী হামলা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ করেছেন বেতকা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আশরাফ হোসেন বাদল। বুধবার বেলা ১১ টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার ইউনিয়নের বেতকা চৌরাস্তা এলাকায় সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
হামলার বিচার দাবি জানিয়ে বক্তব্য রাখেন টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বেতকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শতকত আলী খান মুক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক কে এম আসাদুজ্জামান ইদ্রিস, বেতকা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. এজাজউল্লাহ দুলাল ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সমাজ সেবক শাখাওয়াত হোসেন শেখ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল