চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ বিএনপি ও জামায়াতের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। বুধবার ভোর রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা সকলেই পূর্বের নাশকতা মামলার সন্দেহজনক আসামি। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের চুয়াডাঙ্গা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতের সদস্য হাফিজুর রহমান (৪৫), চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রকিবুল হাসান (২৭), তিতুদহ ইউনিয়ন বিএনপির সদস্য মো. রবিউল ইসলাম (৫০), শহিদুল ইসলাম (৬০), আশরাফুল হক জাকির (৪৩) ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক শামসুল হক (৫৫)।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, গ্রেফতারকৃত সাতজনই বিএনপি ও জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত। পূর্বে দায়ের করা নাশকতা মামলার সন্দেহজনক আসামি তারা। নাশকতা কর্মকাণ্ডে জড়িত হবে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বিএনপি ও জামায়াতের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম