বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জে এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে হবিগঞ্জ সরকারি শিশু পরিবারে ৬০ জন ও অন্যত্র আরও ৪০ জন এতিম শিশুকে এ খাবার দেওয়া হয়।
জাতীয় শ্রমিক লীগ হবিগঞ্জের উদ্যোগে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আরব আলী এতে সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র আতাউর রহমান সেলিম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ