হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিস্টার-১এর ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে ৮টি অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রম সমাপ্ত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় অডিটোরিয়াম-২ তে বিজনেস স্টাডিজ অনুষদ ও দুপুর ২টায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ, অডিটোরিয়াম-১ এ সকাল ১১টায় ইঞ্জিনিয়ারিং অনুষদ ও বিকেল ৩টায় বিজ্ঞান অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে শোকের মাস আগস্ট উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে কালো ব্যাচ বিতরণ করা হয়।
সকল অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন সংশ্লিষ্ট অনুষদের সকল বিভাগের চেয়ারম্যানবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ মাহাবুব হোসেন। ওরিয়েন্টেশন কার্যক্রমে সভাপতিত্ব করেন স্ব স্ব অনুষদের ডীনগণ।
এসময় ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক বিশ্ববিদ্যালয়ের পরিচিতি সংক্রান্ত বিষয় তুলে ধরেন এবং প্রক্টর র্যাগিং এর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিডি প্রতিদিন/এএ