যশোরে ২৫ মামলার আসামি মো. রাকিব ওরফে ভাইপো রাকিবসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ও অস্ত্রধারী ৫ যুবককে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ানশুটারগান, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে র্যাব-৬ যশোর ক্যাম্পে এ তথ্য জানান কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। মঙ্গলবার দিবাগত মধ্যরাতের দিকে যশোর, গাজীপুর ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়।
তারা হলেন- যশোর শহরের বেজপাড়া এলাকার আলোচিত ২৫টি মামলার আসামি মো. রাকিব ওরফে ভাইপো রাকিব, শার্শা উপজেলার দাউদখালী গ্রামের কাশেম আলীর ছেলে তরিকুল ইসলাম, নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আলেক মোল্লার ছেলে জিকরুল আলম, যশোর সদরের ঝাউদিয়া গ্রামের সানু ফকিরের ছেলে সাগর হোসেন ও একই গ্রামের বাসিন্দা আব্দুল কাদের।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আটক আসামিদের মধ্যে ভাইপো রাকিব দীর্ঘদিন ধরে যশোর জেলায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আতঙ্ক সৃষ্টি করে আসছে। তার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে। এছাড়া আটক তরিকুল ইসলাম মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতম আসামি। জিকরুল আলম স্বর্ণ চোরাচালান মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সাগর হোসেন ও আব্দুল কাদেরের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
বিডি প্রতিদিন/এএম