চার দফা দাবিতে খুলনা নগরীতে ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও মানববন্ধন করেছেন। বুধবার দুপুর ১২টার দিকে খুলনা প্রেস ক্লাবের সামনে ম্যাটসের শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
এর আগে ইন্টার্নশিপ বহাল রাখাসহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন ও অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠনসহ ৪ দফা দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ম্যাটসের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন।
মানববন্ধন শেষে খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন ম্যাটস শিক্ষার্থী শাওন শিকদার, মো. মিরাজুল ইসলাম, সুমন মৃধা, তাজমুল ইসলাম, সানজিদা আক্তার ইপ্তি।
এসময় শিক্ষার্থীরা কর্মসংস্থান সৃষ্টি, অনতিবিলম্বে নিয়োগ ও বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ প্রদানের দাবি জানান। অন্যথায় চলমান ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
বিডি প্রতিদিন/এএ