আলমডাঙ্গায় গরুর শিঙের গুঁতোয় এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে আলমডাঙ্গার কান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ী তরিকুল ইসলাম ওই গ্রামের আনছার আলী মালিতার ছেলে। মাথাভাঙ্গা নদীর পাড় থেকে তরিকুলের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়েছে এলাকাবাসী।
এলাকা সূত্রে জানা গেছে, গরু ব্যবসায়ী তরিকুল ইসলাম বুধবার বেলা ১১টার দিকে তার ব্যবসার দুটি গরু স্থানীয় মাথাভাঙ্গা নদীতে গোসল দেওয়ার জন্য নামান। এ সময় একটি গরু তার পেটে গুঁতো মেরে ফেলে দেন। এ সময় তিনি গুরুতর আহত হয়ে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গ্রামবাসী তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
বিডি প্রতিদিন/এএম