রংপুরে আশঙ্কাজনকহারে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। জেলার বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ৫ জন আত্মহত্যা করেছেন। হঠাৎ করে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ায় অভিভাবক ও সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়েছে।
নগরীর মাহিগঞ্জ থানা এলাকার তালুক উপাসু গ্রামে বাবা নাছিম উদ্দিনের মৃত্যু শোক সইতে না পেরে ছেলে আসিফ (২০) নিজ ঘরে আত্মহত্যা করেছে। বাবা বুধবার সকাল ১১টায় মারা যান। বেলা দুইটার দিকে ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিষয়টি নিশ্চিত করেছেন মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান।
এদিকে বুধবার সকালে বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নে বৈরামপুর খুনিয়াপাড়া গ্রামে নিজ ঘর থেকে মশকুর রহমান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। যুবকের পরিবারের দাবী দীর্ঘদিন ধরে মশকুর মানসিক রোগে ভুগছিলেন। একই দিন সকালে ৮টার দিকে দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের গৃহবধূ শাহিনুর বেগমের (৪৮) লাশ গোয়ালঘরে গলায় রশি পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। অপরদিকে রামনাথপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের সকাল সাড়ে ১০টায় নিজ ঘরে গলায় রশি পেঁচানো অবস্থায় নুরজাহান বেগম (৩৫) নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
বদরগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম মজুমদার বলেন, মশকুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপর দুটি ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
অপরদিকে মঙ্গলবার বিকেলে হারাগাছ, ধুমেরকুঠি (ভুল্লা টারী) এলাকায় সুমাইয়া আক্তার সোমা আক্তার (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। প্রেমঘটিত কারণে সুমাইয়া আত্মহত্যা করেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য রমেক মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে ইউডি মামলা হয়েছে বলে জানিয়েছেন হারাগাছ থানার ওসি মোজাম্মেল হক।
বিডি প্রতিদিন/এএ