গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকা থেকে বুধবার সন্ধ্যা রানী শিল (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সন্ধ্যা রানী শিল হলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাগজান এলাকার রাম প্রসাদ চন্দ্র শীলের স্ত্রী। তিনি উপজেলার সফিপুর এলাকায় হাজী লিটনের বাসায় ভাড়া থাকতেন। স্বামী রাম প্রসাদ একটি সেলুনে চুল কাটার কাজ করেন।
এলাকাবাসী ও পুলিশ জানান, উপজেলার সফিপুর এলাকায় হাজী লিটনের বাসায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থেকে স্বামী রাম প্রসাদ চন্দ্র শীল সফিপুরে নরসুন্দরের দোকান কাজ করত। তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিন নানা বিষয় নিয়ে ঝগড়ার লেগেই থাকতো। বুধবার দুপুরের দিকে পারবারিক কলহের জের ধরে স্ত্রী সন্ধ্যা রানী শিল ঘরের ফ্যানের সাথে গলায় নিজের ওড়না পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করে। বিকেলের দিকে স্বামীসহ প্রতিবেশিরা খবর পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। পুলিশ পরে পরিবারের আবেদনের পরিপেক্ষিতে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করেন।
মৌচাক ফাড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ওই এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ না থাকায় এবং আবেদন করায় নিহতের মরদেহ পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএম