পটুয়াখালীর বাউফলে নিজ কৃষি জমি থেকে রাম জীবন সিকদার (৬৫) নামে একজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের পরিবারের সন্দেহ তাকে হত্যা করা হয়েছে। বুধবার সকালে মৃতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এরআগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দক্ষিণ বিলবিলাস গ্রামের মৃতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার খুব সকালে মৃত রাম জীবন নিজ বাড়ির দক্ষিণ পাশের কৃষি জমিতে আমন ধান রোপনের জন্য বাড়ি থেকে বেড় হয়। সকাল ১০টার সময়েও সকালের খাবার খেতে বাড়িতে না ফেরায় মৃতের স্ত্রী কাজল রাণী স্বামীকে খোঁজাখুঁজি শুরু করেন। তিনি খোঁজ করতে কৃষি জমিতে পৌঁছালে স্বামীকে বীজতলার জমানো পানিতে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেন। তখন তিনি ডাকচিৎকার দিলে স্থানীয় কৃষকরা ঘটনাস্থলে আসেন। সকলে মিলে রাম জীবনের নিথর দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে পৌঁছে তারা নিশ্চিত হয় তিনি মৃত্যু বরণ করেছেন। একইদিন বিকেলে জরুরি সেবা- ৯৯৯ এর মাধ্যমে বাউফল থানায় হত্যাকান্ডের অভিযোগ জানানো হয়। অভিযোগের প্রেক্ষিতে লাশ উদ্ধার করে থানার হেফাজতে নিয়ে আসে পুলিশ। লাশের সুরতহাল ও পারিপার্শ্বিক আলামতে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে, এটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা, শারিরীক অসুস্থতা জনিত কারণে তিনি মুখ থুবড়ে পানিতে ডুবে মারা গেছেন। প্রকৃত সত্য ঘটনা উদঘাটনের জন্য তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম