কক্সবাজারের টেকনাফ থানাধীন পুরাতন পল্লানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫।
আটককৃত মাদক কারবারী হলেন- টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড পুরাতন পল্লানপাড়ার মো. ছিদ্দিকের ছেলে জাহিদ হোসেন (২৪)। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডের পুরাতন পল্লানপাড়া সাকিনস্থ কুয়েত মসজিদের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবাসহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীব সময়ে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে জাহিদ হোসেন নামে একজন মাদক কারবারীকে আটক করা হয়।
তিনি আরো জানান, উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে তার কাছ থেকে সর্বমোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ