আড়িয়াল বিলে অভিযান চালিয়েছে প্রশাসন। আড়িয়াল বিল এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ আবাসন প্রকল্পের ৭টি অবৈধ ড্রেজার বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে চারটি মামলায় ৫ লাখ টাকা নগদ জরিমানা করা হয়েছে।
গত রবিবার বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম পাতায় 'দখলদারদের কবলে আড়িয়াল বিল' শিরোনামে সংবাদ প্রকাশের পরেই প্রশাসন অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে মাঠে নামে। মঙ্গলবার (২২ আগস্ট) আড়িয়াল বিলের শ্রীনগর উপজেলার অংশে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি অবৈধ ড্রেজার মেশিন বিনষ্ট ও ৪টি মামলায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়। শ্রীনগর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাইদ এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জানা গেছে, আড়িয়াল বিলের ষোলঘর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ৪টি ড্রেজারকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ৭টি অবৈধ ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়। অপর একটি মামলায় সড়ক পরিবহন আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
শ্রীনগর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাইদ বলেন, আড়িয়াল বিলসহ উপজেলার সর্বত্র মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বাংলাদেশ প্রতিদিনকে জানান, তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে সকল অবৈধদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ