কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠাল বাড়ী ইউনিয়নের কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে একটি ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে। নিহতের নাম মো. আব্দুল মালেক (৬০)। বৃহস্পতিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী পৌর শহরের হরিকেশ পাঠানপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আব্দুল মালেক তার নিজ মোটরসাইকেল যোগে মেয়ের বাড়ি যাওয়ার জন্য বৃহস্পতিবার সকালের দিকে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে বের হয়ে বড়বাড়ী বাজারের দিকে যাওয়ার পথে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের দাসের হাট আরডিআরএস বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে সদর থানার ওসি ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম