ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে জমজমাট বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল থেকে আটটি স্কুল ও আটটি কলেজ মোট ১৬টি দল শেরপুর নবারুণ পাবলিক স্কুলে এই প্রতিযোগিতায় অংশ নেয়।
বিতর্কের উদ্বোধন করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডর চেয়ারম্যান ড. গাজীউল হাসান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কালেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফাওজিয়া আমিন দীনা, ময়মনসিংহ শিক্ষা বোর্ডর সচিব কিরিট কুমার দত্ত, উপসচিব (আইন) ও আহবায়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৩, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, সহকারী অধ্যাপক শিব শংকর কারুয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবারুণ শিক্ষা পরিবারের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম উৎপল। দীর্ঘ প্রতিযোগিতার পর কলেজ পর্যায়ে প্রথম হয় শেরপুর সরকারি কলেজ, স্কুল পর্যায়ে পুলিশ লাইন একাডেমি ফর ক্রিয়েটিব এডুকেশন প্রথম স্থান অর্জন করে।
বিডি প্রতিদিন/এএ