নারায়ণগঞ্জ শহরের বেপারীপাড়া এলাকায় বাকিতে চা না বিক্রি না করায় কাউছার নামে এক বখাটের ঘুসিতে মো. মোশারফ হোসেন (৪৫) নামে এক চা বিক্রেতা মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে ওই চা বিক্রেতার ওপর হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় চা বিক্রেতা মোশারফকে উদ্ধার কওে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মোশারফের অবস্থা আশংকজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ বখাটে কাউছারকে আটক করেছে।
নিহতর ছেলে দ্বীন ইসলাম জানান, আমার বাবা মোশারফ হোসেনের নারায়ণগঞ্জের শহরের বেপারি পাড়া এলাকায় একটি চায়ের দোকান রয়েছে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে কাউসার নামের এক বখাটে যুবক বাবার দোকানে এসে বাকীতে চা খেতে চায়। এতে বাবা বলে, “তুমি প্রায় সময় এসে চা খাও পয়সা দাওনা আজকে তোমাকে চা দিব না”। এতে বখাটে কাউছার ক্ষিপ্ত হয়ে আমার বাবার বুকে ঘুসি মারলে তিনি গুরুতর আহত করেন। পরে গুরুতর আহত অবস্থায় আমার বাবাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। অভিযুক্ত কাউসারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম