জাতীয়তাবাদী যুবদল নওগাঁ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মাসুদ হায়দারকে (টিপু) আহ্বায়ক ও রুহুল আমিনকে (মুক্তার) সদস্য সচিব করা হয়েছে।
সোমবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে নওগাঁ জেলা যুবদলের পাঁচ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশানুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মুস্তাকিম আহমেদ (নিপু) ও রুবেল হোসেন।
গতকাল রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একই সঙ্গে মাসুদ হায়দারকে আহ্বায়ক ও রুহুল আমিনকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, ঘোষিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সিদ্ধান্ত গৃহীত হবে। মাসুদ হায়দার সদ্য বিলুপ্ত জেলা যুবদল কমিটির সাংগঠনিক সম্পাদক ও রুহুল আমিন ছাত্রবিষয়ক সম্পাদক ছিলেন।
জানতে চাইলে রুহুল আমিন বলেন, ২০১৮ সালে অনুমোদিত দুই বছরের জন্য গঠিত জেলা যুবদলের কমিটি প্রায় পাঁচ বছর ধরে দ্বায়িত্ব পালন করেছে। আন্দোলন-সংগ্রামের কারণে এতদিন নতুন কমিটি না দেওয়া সম্ভব হয়নি। অবশেষে নতুন কমিটি গঠিত হলো।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন