নওগাঁর সদর উপজেলার চকচাপাই গ্রামের ১২ বছরের শিশুকে অপহরণের দায়ে সদর উপজেলার চকচাপাই গ্রামের আমিনুল ইসলামের ছেলে সুমন হোসেনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন। জরিমানার টাকা শিশুকে প্রদানের নির্দেশ দেন আদালত।
রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি অ্যাডভোকেট মকবুল হোসেন বলেন, ২০২২ সালের ১৩ আগস্ট ভাসনগর মলংশাহ দ্বিমুখী দাখিল মাদ্রাসার প্রবেশ পথের ৩০ গজ দক্ষিণে আসামি সুমন জোর করে সিএনজিযোগে ওই শিশুকে অপহরণ করে অজ্ঞাত স্থানের উদ্দেশে নিয়ে যায়। পরে ২০২২ সালের ২০ আগস্ট তার বড় ভাই থানায় মামলা করলে থানা কর্তৃপক্ষ ভিকটিমকে উদ্ধার করে তার ভাইয়ের জিম্মায় দেন।
তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গরবার বেলা ১১টায় রায় ঘোষণা করেন। আসামি আগে থেকেই জেল হাজতে থাকায় সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই