বরগুনার বামনা উপজেলায় বিষখালী নদী সংলগ্ন খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় গ্রামবাসী ৪ কিশোরসহ ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটককৃত ৫ জনের মধ্য ৪ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নিকট থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। জুয়েল (২৭) নামে অপর একজনকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক হাসান ৫ হাজার টাকা জরিমানা করেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে বিষখালী নদীর সংযোগ ঝাপড়াখালী ছোনবুনিয়ার খালে বিষ গ্রয়োগ করে চিংড়ি মাছ ধরা হচ্ছিল। এ সময় তারা শিশিতে বিষসহ ৫ জনকে আটক করে বামনা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ২ কেজি চিংড়িসহ ৫ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
বিডিপ্রতিদিন/কবিরুল