মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিক প্রত্যাশা বিষয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের আয়োজনে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় সংগঠনের সভাপতি গোলাম মহিউদ্দিন খোকনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ মামুনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক মমিনুল হক, সহ-সভাপতি আবু কাউছার খান, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সহ-সভাপতি মো. মনির হোসেন, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, তরী বাংলাদেশ সভাপতি শামীম আহমেদ, সাংবাদিক মোশাররফ হোসেন বেলাল, ফরহাদুল ইসলাম পারভেজ প্রমুখ।
নাগরিক প্রত্যাশা বিষয়ে নাগরিক সংলাপে ৫টি বিষয়ে গ্রুপ ওয়ার্ক করে সুবিধা অসুবিধা তুলে ধরা হয়েছে। আলোচ্য বিষয় ছিলো নারী, যুব ও শিশু বান্ধব নগরী। নাগরিক সেবা, বিশেষ করে অবহেলিত ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য সেবার মান উন্নত করা।সবার জন্য নিরাপদ নগরী। টেকসই অবকাঠামো। নগর পরিচালনায় দায়বদ্ধতা ও স্বচ্ছতা বৃদ্ধি। উক্ত নাগরিক সংলাপে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ