রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন আমজাদ হোসেন (২৮) নামে এক প্রতারক। পুলিশের সোর্স পরিচয় দিয়ে মাদকের বড় চালান ধরিয়ে দেওয়ার কথা বলে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের কাছ থেকে এই অর্থ হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় সোমবার দুপুরে অভিযান চালিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থানার দক্ষিনপাড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আজ মঙ্গলবার রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান এই তথ্য নিশ্চিত করেছেন।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, গত ৩১ জুলাই রাতে তার সরকারি মোবাইল নাম্বারে ফোন করে নিজেকে পুলিশের সোর্স পরিচয় দেয় আমজাদ নামের এক ব্যক্তি। কুষ্টিয়া থেকে রাজবাড়ীর হয়ে ইয়াবার বড় একটি চালান ঢাকায় যাবে। তিনি ওই চালান ধরিয়ে দেবেন বলে পুলিশের কাছে প্রস্তাব দেয়। ইয়াবার ডিলারের সাথে বিশ্বাস অর্জন করতে তার বেশ কিছু টাকা প্রয়োজন। এ সময় ২ হাজার ৮০০টাকার হাতিয়ে নেয় প্রতারক। পরবর্তীতে ৬ আগস্ট ইয়াবার চালান ধরিয়ে দিতে ডিবি পুলিশকে শহরের বড়পুল অবস্থান করতে বলে। সারাদিন বড়পুল অবস্থান করে মাদকের সম্পর্কে কোন তথ্য দেয়নি। এক পর্যায় পুলিশের প্রতারক আমজাদ নাম্বার বন্ধ করে দেয়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
বিষয়টি নিয়ে তদন্ত করতে শুরু করে পুলিশ। এ সময় প্রতারকের মোবাইল নম্বরে ১ জুলাই থেকে ১৮ আগস্টের তথ্য সংগ্রহ করা হয়। এই সময়কালে দেখা যায় আমজাদ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র্যাবের সাথে একাধিকবার কথা বলেছেন। সকল তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে রাজবাড়ী গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোজম্মেল হক একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আমজাদ হোসেনের বিরুদ্ধে ডিএমপির শাহআলী ও উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আমজাদকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ