ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির দশম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে নতুন বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
ক্রিমিনোলজি বিভাগের চেয়ারপার্সন শাহারিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ও ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান।
অনুষ্ঠানে ড. আতিউর রহমান বিশ্ববিদ্যালয়ের গণ্ডির বাইরে গিয়েও শিক্ষার্জনের জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্বের ওপর জোর দিতে হবে। পড়ালেখার পাশাপাশি মানবিক গুণাবলি সম্পন্ন ভালো মানুষ হতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন হতে বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন তিনি।
অধ্যাপক ড. জিয়া রহমান নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, অপরাধবিজ্ঞান বিভাগ একটি পরিবারের মত। যেখানে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্ক রয়েছে। নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ও মনোযোগ দিয়ে পড়াশুনা করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এছাড়াও পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়ার উপর জোর দেন তিনি।
বিভাগের চেয়ারপারসন শাহারিয়া আফরিন নবীন শিক্ষার্থীদের বিভাগে আমন্ত্রণ জানান ও বিভাগে বিদ্যমান সুযোগ-সুবিধা ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে আদর্শ মানুষ হবার শিক্ষা নিয়ে পরিবার, সমাজ ও দেশের জনগণের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।
পরে নবাগত শিক্ষার্থীদের নিয়ে একটি ‘ক্যাম্পাস ট্যুরে’র আয়োজন করা হয়। এতে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন শিক্ষার্থীরা।
বিডিপ্রতিদিন/কবিরুল